Skip to main content

Posts

প্রেমে পড়েছেন পুজা চেরি !

এবারের বিশ্বকাপে ২য় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উটে গেছে আর্জেন্টিনা । গতকালের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো মেসিরা । খেলার  ৩৫ মিনিটের ভিতরে মেসির যাদুকরি পায়ের শটে  এক গোল দিয়ে সারা বিশ্বের ভক্তদের হতাশা দুর করেন ।  বিশ্বকাপের অংশগ্রহণকৃত খেলার চার ম্যাচের মধ্যে এটি তার ৩ নাম্বার গোল । গতকালের খেলায় শুধু গোল নয় পুরো সময় এক ছন্দময় খেলা উপহার দিয়েছেন তার ভক্তদের ।   মেসির এই ছন্দময় খেলায় মুগ্ধ হয়ে মনের আবেগ ধরে না রাখতে পেরে পুজা চেরি সামাজিক যোগাযোগের মাধ্যমে  তা প্রকাশ- করেন। মেসি যখন তার পায়ের যাদুকরি শটে ১ম গোলটি দেন ,ঠিক তখন পুজা চেরি নিজের ফেইজবুক একাউন্টে লিখেন 'লাভ ইউ মেসি'  । পুজার এই দেয়া পোস্ট থেকে বুঝা যায় মেসির দেয়া গোল কত উপভোগ করেছেন । এর পর যখন ২য় গোল হয় তখন ও তিনি ফেইজবুকে পোস্ট করেন আরে গোল আরেকটা  সংগে লিখেন #গোল২' । এবারের কাতার বিশ্বকাপের সেই কাপটি মেসির হাতেই উঠবেই বলে আশা করেন তিনি । আর উপর ওয়ালার কাছে সেই প্রার্থনাই করেন তিনি ।   

পূজা চেরির স্বামী নাকি শাকিব খান

  বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ,সংবাদ মাধ্যম সহ সবখানেই আলোচনার বিষয়  বস্তু বুবলী ,শাকিব ,অপু বিশ্বাস ।তবে এই জোটির সংগে শোনা যাচ্ছে পূজা চেরির নাম ও । বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শাকিব খানের সাথে নাকি পূজা চেরির প্রেমের সম্পর্ক । যদিও এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি ।তবে একটা কথা আছে যা কিছু রটে তা কিছু হলে ও ঘটে ।শাকিব বুবলীর এত  কিছু নিয়ে গুঞ্জনের পরে ও তাদের কে দেখা গেছে এক সাথে শুটিং করতে । কিন্তু কোথাও দেখা যাচ্ছে না পূজা চেরি কে না অনলাইনে না অফলাইনে । এ জন্যই স্বাভাবিক ভাবেই আলোচনা উটেছে পূজা চেরি এখন কোথায় ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উত্তর বেরিয়ে এসেছে উইকিপিডিয়ার দেয়া এই তথ্যে । কি আছে এই তথ্যে চলুন দেখে নেয়া যাক -  পূজা চেরি সম্পর্কে জানতেই অনলাইনে সার্চ দিতেই তথ্য -উপাত্তের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রবাহমান এই মুক্ত এন্সাক্লোপেডিয়া জানাচ্ছে ২২ বছরে  পা রাখা এই এট্রাক্টিভ গার্ল এর বাড়ি খুলনাতে এবং তিনি  মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা  করেছেন । আসল যে বিষয়টি সেটা হল পুজা চেরির স্বামী হিসাবে শাকিব খানকেই শো করছে উইকিপিডিয়া । এই সার্ভার...

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সরকারের ।

 সরকারী টাকায় সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ বলে ঘোষনা করেছে সরকার । সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষেধ করেছে সরকার । আজ ৯ নভেম্বর রোজ বুধবার অর্থ বিভাগে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।আদেশে বলা হয়েছে বর্তমানে বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন  ও উন্নয়ন বাজেটের  আওতায় মন্ত্রণালয়,বিভাগ,অন্যান্য প্রতিষ্টান এবং সরকারে আওতাধীন অধিদপ্তর ,পরিদপ্তর ,দপ্তর ,স্বায়ত্বশাসিত ,আধা স্বায়ত্বশাসিত সংস্থা ,পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রয়াত্ত কোম্পানীগুলোর সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমন পুনরাদেশ না দেয়া  পর্যন্ত বন্ধ থাকবে  এ ছাড়া স্বায়ত্তশাসিত,আধা  স্বায়ত্তশাসিত সংস্থা ,রাষ্ট্রীয় মালিকানাধীন করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত  কোম্পানী গুলো ও নিজস্ব অর্থায়নে বিদেশ ভ্রমণ করতে পারবে না । তবে বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিবেচনা করা যেতে পারে । এ ছাড়া বিদেশী সরকার , প্রতিষ্টান,উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও অর্থায়নে আয়োজিত পেশাগত প্রশিক্ষন ও সেমিনারে অংশগ্রহনের জন্য বিদেশে যেতে পারবে । নতুন জা...

অবশেষে সুখবর পাওয়া গেল খালাসী পদের নিয়োগ পরিক্ষার ।

 Bangladesh Railway exam date post of khalasi ( বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের নিয়োগ পরিক্ষার তারিখ ২০২২) বাংলাদেশ রেলওয়েতে খালাসী পদের নিয়োগ  পরিক্ষার বাছাই পর্বের তারিখ সময় ও এডমিট কার্ড  সংক্রান্ত বিজ্ঞপ্তী  প্রকাশিত হয়েছে । এ বিজ্ঞপ্তী অনুযায়ী এ নিয়োগের জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছ । বাংলাদেশ রেলওয়ে এ সকল পদে র তারিখ প্রকাশ করেছেন । # প্রাতিষ্টানিক নাম - বাংলাদেশ রেলওয়ে  #পদের নাম - খালাসী  #পদ সংখ্যা -১০৮৬ #চাকুরীর ধরণ-সরকারী  #লিখিত পরিক্ষার তারিখ -২৫ নভেম্বর ২০২২ ইং  #অফিসিয়াল ওয়েবসাইট ঃhttp://www.railway.gov.bd/ #নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত হয়েছিল -গত ০৬/১১/২০২১ ইং বাংলাদেশ রেলওয়ে   এর পরিক্ষা অনুষ্টিত হবে বিজ্ঞপ্তীতে  উল্লেখিত বিভিন্ন কেন্দ্র সমূহে । বিভিন্ন পদের এমসিকিউ পদের তারিখ ও সময় দেখুন । লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে - ২৫ নভেম্বর ২০২২ সকাল ১০ টা হইতে ১১ .৩০ পর্যন্ত। আসন অনুযায়ী প্রার্থীদের রোল নম্বর - see exam date  এডমিট কার্ড ডাউনলোড করা যাবে - ২২ নভেম্বর ২০২২ ইং  এডমিট কার্ড ডাউনলোড লিংক - www.br.teletal...

ফের পিছালো প্রাথমিক নিয়োগ পরিক্ষার চুড়ান্ত ফলাফলের তারিখ

  আগামী ২৪নভেম্বরের ভিতরে প্রাথমিক নিয়োগ পরিক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে  বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । তবে কিছু দিন আগের আর ও একটি সূত্রে জানা গিয়েছিল যে , নভেম্বরের ২ সপ্তাহের ভিতরে  এই ফলাফলটি জানানো হবে ।কিন্তু সেই তারিখ পিছিয়ে ২৪ নভেম্বরের ভিতরে সম্ভাব তারিখ দেয়া হয়েছে । দেশের ৬২ টি জেলার চুড়ান্ত মনোনীতদের তালিকা একত্রে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।ডিপিই 'র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত  বলেন, শিক্ষক নিয়োগ পরিক্ষার চড়ান্ত ফলাফলটির যে বিষয়টি সেটা বুয়েটের মাধ্যমে তৈরী  করা হচ্ছে । দেশের ৬২ টি জেলার মৌখিক পরিক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে । নভেম্বরের ২ সপ্তাহে এ ফলাফল প্রকাশের কথা থাকলে ও কাজ শেষ না হওয়াতে সেটা কে পিছিয়ে নভেম্বরের ৩ সপ্তাহে নেয়া হয়েছে ।জানা গেছে গত ১২ অক্টোবর দিনাজপুরে ৩য়  ধাপের মৌখিক পরিক্ষা শেষ হয় ।এর মাধ্যমে সারা দেশের সব জেলায় পরিক্ষা সম্পন্ন হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে  প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে ।এর বাহিরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭ টি শুন্য পদে সহকারী  শ...

NTRCA কতৃক জরুরী নোটিশ

 নিয়োগ পত্র ,যোগদান পত্র ,শিক্ষক নিবন্ধন সনদ,শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়ন পূর্বক NTRCA   কার্যালয়ে প্রেরন প্রসঙ্গে NTRCA  এর চেয়ারম্যান কর্তৃক জরুরী নোটিশ প্রকাশ করেছেন । উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ,তাঁর প্রতিষ্টানে কর্মরত প্রভাষক (দর্শন) জনাব বিধান কুমার প্রামানিক (ইনডেক্স নং-৩০৯৮৯৬১) ও প্রভাষক , বিউটি প্রামানিক (ইনডেক্স নং-৫৬৭৯৭৪৩০) উপজেলা ঃ নিয়ামত পুর জেলা ঃ নওগাঁ । উক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার অনুলিপি ,জাতীয় পরিচয় পত্রের এবং নিয়োগ পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরী  ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরনের জন্য তাদের কে নির্দেশক্রমে অনুরোধ করা হল । অধ্যক্ষ বালতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, উপজেলা, নিয়ামত পুর, জেলা ,নওগাঁ।

কোনো প্রধান শিক্ষক নেই ৫৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ।

 ব্রাক্ষণবাড়িয়ায় প্রধান শিক্ষকের সংকটের কারনে প্রাথমিক শিক্ষার করুন দশা ।প্রধান শিক্ষক না থাকায় স্কুলের  পরিচালনার কাজে ব্যাঘাত ঘটছে ।তবে কতৃপক্ষ জানিয়েছে ,সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে প্রধান শিক্ষকদের পদ পুরণের প্রক্রিয়া চলছে ।তবে শুধু শিক্ষক নয় ,জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয় সহ ৯ টি উপজেলা শিক্ষা অধিদপ্তরে ও রয়েছে কর্মচারী সংকট । জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের সূত্রমতে জানা গেছে ,জেলায় ১ হাজার ১০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬৬ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই । প্রধান শিক্ষক না থাকায় ৫৬৬ টি বিদ্যালয়ের মধ্যে ৩১৭ টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা স্ব- বেতনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন । বাকী ২৪৯ টি বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক ছাড়াই স্কুলের কার্যক্রম চলছে ।এতে এই স্কুল গুলোতে স্বাভাবিক কার্যক্রম  চালাতে ব্যাঘাত ঘটছে  । জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্ততের সূত্রমতে জানা গেছে সদর উপজেলার ১২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১ টিতে কোন প্রধান শিক্ষক নেই। প্রধান  শিক্ষক না থাকায় ৬১ টি বিদ্যালয়ের মধ্যে ৩১ টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ তাদের...