এবারের বিশ্বকাপে ২য় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উটে গেছে আর্জেন্টিনা । গতকালের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো মেসিরা । খেলার ৩৫ মিনিটের ভিতরে মেসির যাদুকরি পায়ের শটে এক গোল দিয়ে সারা বিশ্বের ভক্তদের হতাশা দুর করেন । বিশ্বকাপের অংশগ্রহণকৃত খেলার চার ম্যাচের মধ্যে এটি তার ৩ নাম্বার গোল । গতকালের খেলায় শুধু গোল নয় পুরো সময় এক ছন্দময় খেলা উপহার দিয়েছেন তার ভক্তদের । মেসির এই ছন্দময় খেলায় মুগ্ধ হয়ে মনের আবেগ ধরে না রাখতে পেরে পুজা চেরি সামাজিক যোগাযোগের মাধ্যমে তা প্রকাশ- করেন। মেসি যখন তার পায়ের যাদুকরি শটে ১ম গোলটি দেন ,ঠিক তখন পুজা চেরি নিজের ফেইজবুক একাউন্টে লিখেন 'লাভ ইউ মেসি' । পুজার এই দেয়া পোস্ট থেকে বুঝা যায় মেসির দেয়া গোল কত উপভোগ করেছেন । এর পর যখন ২য় গোল হয় তখন ও তিনি ফেইজবুকে পোস্ট করেন আরে গোল আরেকটা সংগে লিখেন #গোল২' । এবারের কাতার বিশ্বকাপের সেই কাপটি মেসির হাতেই উঠবেই বলে আশা করেন তিনি । আর উপর ওয়ালার কাছে সেই প্রার্থনাই করেন তিনি ।
Recent news
Recent news, govt.job news, job circular ,job exam result,job suggetion,job update news ,ngo job circular news,local news etc.