সরকারী টাকায় সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ বলে ঘোষনা করেছে সরকার ।
সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষেধ করেছে সরকার ।
আজ ৯ নভেম্বর রোজ বুধবার অর্থ বিভাগে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।আদেশে বলা হয়েছে বর্তমানে বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়,বিভাগ,অন্যান্য প্রতিষ্টান এবং সরকারে আওতাধীন অধিদপ্তর ,পরিদপ্তর ,দপ্তর ,স্বায়ত্বশাসিত ,আধা স্বায়ত্বশাসিত সংস্থা ,পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রয়াত্ত কোম্পানীগুলোর সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমন পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে
এ ছাড়া স্বায়ত্তশাসিত,আধা স্বায়ত্তশাসিত সংস্থা ,রাষ্ট্রীয় মালিকানাধীন করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানী গুলো ও নিজস্ব অর্থায়নে বিদেশ ভ্রমণ করতে পারবে না ।
তবে বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিবেচনা করা যেতে পারে ।
এ ছাড়া বিদেশী সরকার , প্রতিষ্টান,উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও অর্থায়নে আয়োজিত পেশাগত প্রশিক্ষন ও সেমিনারে অংশগ্রহনের জন্য বিদেশে যেতে পারবে ।
নতুন জারি করা এই আদেশের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম কে জানান ব্যক্তিগত কাজে কেউ বিদেশে যেতে কোন বাধা নেই ।
শুধু সরকারী খরচে কোন কর্মকর্তা বিদেশ যেতে পারবেন না । গত এপ্রিল মে মাসে দেশে ডলার সংকট দেখা দেয়াতে সরকার এই আদেশ জারি করেন ।
Comments
Post a Comment