Skip to main content

পূজা চেরির স্বামী নাকি শাকিব খান



 বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ,সংবাদ মাধ্যম সহ সবখানেই আলোচনার বিষয়  বস্তু বুবলী ,শাকিব ,অপু বিশ্বাস ।তবে এই জোটির সংগে শোনা যাচ্ছে পূজা চেরির নাম ও । বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শাকিব খানের সাথে নাকি পূজা চেরির প্রেমের সম্পর্ক । যদিও এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি ।তবে একটা কথা আছে যা কিছু রটে তা কিছু হলে ও ঘটে ।শাকিব বুবলীর এত  কিছু নিয়ে গুঞ্জনের পরে ও তাদের কে দেখা গেছে এক সাথে শুটিং করতে । কিন্তু কোথাও দেখা যাচ্ছে না পূজা চেরি কে না অনলাইনে না অফলাইনে ।

এ জন্যই স্বাভাবিক ভাবেই আলোচনা উটেছে পূজা চেরি এখন কোথায় ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উত্তর বেরিয়ে এসেছে উইকিপিডিয়ার দেয়া এই তথ্যে ।

কি আছে এই তথ্যে চলুন দেখে নেয়া যাক - পূজা চেরি সম্পর্কে জানতেই অনলাইনে সার্চ দিতেই তথ্য -উপাত্তের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রবাহমান এই মুক্ত এন্সাক্লোপেডিয়া জানাচ্ছে ২২ বছরে  পা রাখা এই এট্রাক্টিভ গার্ল এর বাড়ি খুলনাতে এবং তিনি  মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা  করেছেন ।

আসল যে বিষয়টি সেটা হল পুজা চেরির স্বামী হিসাবে শাকিব খানকেই শো করছে উইকিপিডিয়া ।

এই সার্ভারটি জানাচ্ছে ২০২২ সালেই বিয়ে করেছেন পূজা ।

এই বিষয়ের সত্যতা জানতে ফোন করা হয় পূজা চেরিকে । কিন্তু তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় ।এমনকি এ বিষয়ে জানতে পূজা চেরির মাকে ও ফোন করা হয় কিন্তু উনার নাম্বারটি ও বন্ধ পাওয়া যায় ।অবশ্য পরক্ষণেই তথ্যটি সরিয়ে ফেলে উইকিপিডিয়া কতৃপক্ষ ।

পূজা চেরির সর্বশেষ দেখা মিলেছিল ২৬ সেপ্টেম্বর ।হৃদিতা নামক সিনেমার গান প্রকাশক অনুষ্টানে ।এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন জায়গায়ই দেখা যাচ্ছে না থাকে ।

পূজার এই নিরবতায় পুরা ফিল্ম ইন্ড্রাষ্টিতে শোনা যাচ্ছে নানান কথা ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা ও নাকি শাকিবের মাধ্যমেই পেয়েছেন এই বিষয়ে ও শোনা যাচ্ছে নানান কথা । তবে এসব কথার কোন সত্যতা আজ পর্যন্ত  পাওয়া যায়নি ।

Comments

Popular posts from this blog

যে ভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের  মূল পর্বে সবার ৩টি করে ম্যাচ শেষ  হয়েছে ৩ ম্যাচ শেষে গ্রুপ এ ও বি থেকে কোন দলই পুরো ৬ পয়েন্ট পায়নি ।বেরসিক বৃষ্টিতে মোট ৫ পয়েন্ট পেয়েছে 'এ' গ্রুপের নিউজিল্যান্ড এবং বি গ্রুপের দক্ষিন আফ্রিকা  । এ দু দল ছাড়া প্রতিটি দলই হারের তেতো স্বাদ পেয়ে গেছে ।এর মধ্যে সেমি ফাইনালে যাওয়ার থিওরী বেশ জমে উঠেছে 'বি 'গ্রুপে ।যেখানে আছে বাংলাদশের নাম ।অন্য দলের মত তিন ম্যাচ খেলা বাংলাদেশের সামনে  ও সেমি ফাইনালে যাওয়ার সমান সুযোগ রয়েছ ।চলুন দেখে আসি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার থিওরী ......                              (থিওরী ১)ঃমূল পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪। এই মুহুর্তে এখন পর্যন্ত তিন নাম্বার টেবিলে আছে বাংলাদেশের দল।সূচি অনুযায়ী বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ দল ভারত ও পাকিস্তান । এই দুই প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে উঠবে বাংলাদেশ  ।                    (থিওরী ২)ঃবাংল...

NTRCA কতৃক জরুরী নোটিশ

 নিয়োগ পত্র ,যোগদান পত্র ,শিক্ষক নিবন্ধন সনদ,শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়ন পূর্বক NTRCA   কার্যালয়ে প্রেরন প্রসঙ্গে NTRCA  এর চেয়ারম্যান কর্তৃক জরুরী নোটিশ প্রকাশ করেছেন । উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ,তাঁর প্রতিষ্টানে কর্মরত প্রভাষক (দর্শন) জনাব বিধান কুমার প্রামানিক (ইনডেক্স নং-৩০৯৮৯৬১) ও প্রভাষক , বিউটি প্রামানিক (ইনডেক্স নং-৫৬৭৯৭৪৩০) উপজেলা ঃ নিয়ামত পুর জেলা ঃ নওগাঁ । উক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার অনুলিপি ,জাতীয় পরিচয় পত্রের এবং নিয়োগ পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরী  ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরনের জন্য তাদের কে নির্দেশক্রমে অনুরোধ করা হল । অধ্যক্ষ বালতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, উপজেলা, নিয়ামত পুর, জেলা ,নওগাঁ।

অবশেষে সুখবর পাওয়া গেল খালাসী পদের নিয়োগ পরিক্ষার ।

 Bangladesh Railway exam date post of khalasi ( বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের নিয়োগ পরিক্ষার তারিখ ২০২২) বাংলাদেশ রেলওয়েতে খালাসী পদের নিয়োগ  পরিক্ষার বাছাই পর্বের তারিখ সময় ও এডমিট কার্ড  সংক্রান্ত বিজ্ঞপ্তী  প্রকাশিত হয়েছে । এ বিজ্ঞপ্তী অনুযায়ী এ নিয়োগের জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছ । বাংলাদেশ রেলওয়ে এ সকল পদে র তারিখ প্রকাশ করেছেন । # প্রাতিষ্টানিক নাম - বাংলাদেশ রেলওয়ে  #পদের নাম - খালাসী  #পদ সংখ্যা -১০৮৬ #চাকুরীর ধরণ-সরকারী  #লিখিত পরিক্ষার তারিখ -২৫ নভেম্বর ২০২২ ইং  #অফিসিয়াল ওয়েবসাইট ঃhttp://www.railway.gov.bd/ #নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত হয়েছিল -গত ০৬/১১/২০২১ ইং বাংলাদেশ রেলওয়ে   এর পরিক্ষা অনুষ্টিত হবে বিজ্ঞপ্তীতে  উল্লেখিত বিভিন্ন কেন্দ্র সমূহে । বিভিন্ন পদের এমসিকিউ পদের তারিখ ও সময় দেখুন । লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে - ২৫ নভেম্বর ২০২২ সকাল ১০ টা হইতে ১১ .৩০ পর্যন্ত। আসন অনুযায়ী প্রার্থীদের রোল নম্বর - see exam date  এডমিট কার্ড ডাউনলোড করা যাবে - ২২ নভেম্বর ২০২২ ইং  এডমিট কার্ড ডাউনলোড লিংক - www.br.teletal...