বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ,সংবাদ মাধ্যম সহ সবখানেই আলোচনার বিষয় বস্তু বুবলী ,শাকিব ,অপু বিশ্বাস ।তবে এই জোটির সংগে শোনা যাচ্ছে পূজা চেরির নাম ও । বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শাকিব খানের সাথে নাকি পূজা চেরির প্রেমের সম্পর্ক । যদিও এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি ।তবে একটা কথা আছে যা কিছু রটে তা কিছু হলে ও ঘটে ।শাকিব বুবলীর এত কিছু নিয়ে গুঞ্জনের পরে ও তাদের কে দেখা গেছে এক সাথে শুটিং করতে । কিন্তু কোথাও দেখা যাচ্ছে না পূজা চেরি কে না অনলাইনে না অফলাইনে ।
এ জন্যই স্বাভাবিক ভাবেই আলোচনা উটেছে পূজা চেরি এখন কোথায় ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উত্তর বেরিয়ে এসেছে উইকিপিডিয়ার দেয়া এই তথ্যে ।
কি আছে এই তথ্যে চলুন দেখে নেয়া যাক - পূজা চেরি সম্পর্কে জানতেই অনলাইনে সার্চ দিতেই তথ্য -উপাত্তের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রবাহমান এই মুক্ত এন্সাক্লোপেডিয়া জানাচ্ছে ২২ বছরে পা রাখা এই এট্রাক্টিভ গার্ল এর বাড়ি খুলনাতে এবং তিনি মগবাজার গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন ।
আসল যে বিষয়টি সেটা হল পুজা চেরির স্বামী হিসাবে শাকিব খানকেই শো করছে উইকিপিডিয়া ।
এই সার্ভারটি জানাচ্ছে ২০২২ সালেই বিয়ে করেছেন পূজা ।
এই বিষয়ের সত্যতা জানতে ফোন করা হয় পূজা চেরিকে । কিন্তু তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় ।এমনকি এ বিষয়ে জানতে পূজা চেরির মাকে ও ফোন করা হয় কিন্তু উনার নাম্বারটি ও বন্ধ পাওয়া যায় ।অবশ্য পরক্ষণেই তথ্যটি সরিয়ে ফেলে উইকিপিডিয়া কতৃপক্ষ ।
পূজা চেরির সর্বশেষ দেখা মিলেছিল ২৬ সেপ্টেম্বর ।হৃদিতা নামক সিনেমার গান প্রকাশক অনুষ্টানে ।এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন জায়গায়ই দেখা যাচ্ছে না থাকে ।
পূজার এই নিরবতায় পুরা ফিল্ম ইন্ড্রাষ্টিতে শোনা যাচ্ছে নানান কথা ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা ও নাকি শাকিবের মাধ্যমেই পেয়েছেন এই বিষয়ে ও শোনা যাচ্ছে নানান কথা । তবে এসব কথার কোন সত্যতা আজ পর্যন্ত পাওয়া যায়নি ।
Comments
Post a Comment