টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সবার ৩টি করে ম্যাচ শেষ হয়েছে ৩ ম্যাচ শেষে গ্রুপ এ ও বি থেকে কোন দলই পুরো ৬ পয়েন্ট পায়নি ।বেরসিক বৃষ্টিতে মোট ৫ পয়েন্ট পেয়েছে 'এ' গ্রুপের নিউজিল্যান্ড এবং বি গ্রুপের দক্ষিন আফ্রিকা । এ দু দল ছাড়া প্রতিটি দলই হারের তেতো স্বাদ পেয়ে গেছে ।এর মধ্যে সেমি ফাইনালে যাওয়ার থিওরী বেশ জমে উঠেছে 'বি 'গ্রুপে ।যেখানে আছে বাংলাদশের নাম ।অন্য দলের মত তিন ম্যাচ খেলা বাংলাদেশের সামনে ও সেমি ফাইনালে যাওয়ার সমান সুযোগ রয়েছ ।চলুন দেখে আসি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার থিওরী ...... (থিওরী ১)ঃমূল পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪। এই মুহুর্তে এখন পর্যন্ত তিন নাম্বার টেবিলে আছে বাংলাদেশের দল।সূচি অনুযায়ী বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ দল ভারত ও পাকিস্তান । এই দুই প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে উঠবে বাংলাদেশ । (থিওরী ২)ঃবাংল...
Comments
Post a Comment