নিয়োগ পত্র ,যোগদান পত্র ,শিক্ষক নিবন্ধন সনদ,শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়ন পূর্বক NTRCA কার্যালয়ে প্রেরন প্রসঙ্গে NTRCA এর চেয়ারম্যান কর্তৃক জরুরী নোটিশ প্রকাশ করেছেন ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ,তাঁর প্রতিষ্টানে কর্মরত প্রভাষক (দর্শন) জনাব বিধান কুমার প্রামানিক (ইনডেক্স নং-৩০৯৮৯৬১) ও প্রভাষক , বিউটি প্রামানিক (ইনডেক্স নং-৫৬৭৯৭৪৩০) উপজেলা ঃ নিয়ামত পুর জেলা ঃ নওগাঁ । উক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার অনুলিপি ,জাতীয় পরিচয় পত্রের এবং নিয়োগ পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরী ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরনের জন্য তাদের কে নির্দেশক্রমে অনুরোধ করা হল ।
অধ্যক্ষ বালতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, উপজেলা, নিয়ামত পুর, জেলা ,নওগাঁ।
Comments
Post a Comment