টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সবার ৩টি করে ম্যাচ শেষ হয়েছে ৩ ম্যাচ শেষে গ্রুপ এ ও বি থেকে কোন দলই পুরো ৬ পয়েন্ট পায়নি ।বেরসিক বৃষ্টিতে মোট ৫ পয়েন্ট পেয়েছে 'এ' গ্রুপের নিউজিল্যান্ড এবং বি গ্রুপের দক্ষিন আফ্রিকা । এ দু দল ছাড়া প্রতিটি দলই হারের তেতো স্বাদ পেয়ে গেছে ।এর মধ্যে সেমি ফাইনালে যাওয়ার থিওরী বেশ জমে উঠেছে 'বি 'গ্রুপে ।যেখানে আছে বাংলাদশের নাম ।অন্য দলের মত তিন ম্যাচ খেলা বাংলাদেশের সামনে ও সেমি ফাইনালে যাওয়ার সমান সুযোগ রয়েছ ।চলুন দেখে আসি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার থিওরী ...... (থিওরী ১)ঃমূল পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪। এই মুহুর্তে এখন পর্যন্ত তিন নাম্বার টেবিলে আছে বাংলাদেশের দল।সূচি অনুযায়ী বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ দল ভারত ও পাকিস্তান । এই দুই প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে উঠবে বাংলাদেশ । (থিওরী ২)ঃবাংলাদেশ যদি নিজেদের পরের ম্যাচ ভারতের কাছে হারে ,তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৪,ভারতের হবে ৬ । সেক্ষেত্রে ভারত যদি নিজেদের পরের ম্যাচ জিম্বাবুয়ের কাছে হারে এবং একই ভাবে বাংলাদেশ যদি পাকিস্তান কে হারাতে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা উকি দেবে কারন তখন বাংলাদেশ ও ভারতের সমান ৬ পয়েন্ট করে হবে। বাংলাদেশ যদি- পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে রান রেটে এগিয়ে যেতে পারে ,তাহলে যেতে পারবে পরের ধাপে । (থিওরী ৩)ঃ অন্য দিকে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা বেশি হবে । সেক্ষেত্র পাকিস্তান বাংলাদেশ কে হারিয়ে যদি শেষ ম্যাচে দক্ষিন আফ্রিকার কাছে হেরে যায় তাহলে ও হিসাবটা- -সহজ হবে ।দক্ষিন আফ্রিকা যেভাবে উড়ছে তাতে পাকিস্তানকে হারাতে তাদের কঠিন কিছু না । তবে যে ম্যাচ ই বাংলাদেশ জিতুক না কেন তাদের চিন্তা থাকতে হবে রান রেট বাড়ানো । বাংলদেশ ৪ পয়েন্ট নিয়ে টেবিল ৩ এ থাকলে ও রান রেটের অবস্থা খুবই বাজে । সুতরাং সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে যেমন খেলায় জিততে হবে তেমনি রানের দিকে ও খেয়াল রাখতে হবে ।
নিয়োগ পত্র ,যোগদান পত্র ,শিক্ষক নিবন্ধন সনদ,শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়ন পূর্বক NTRCA কার্যালয়ে প্রেরন প্রসঙ্গে NTRCA এর চেয়ারম্যান কর্তৃক জরুরী নোটিশ প্রকাশ করেছেন । উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ,তাঁর প্রতিষ্টানে কর্মরত প্রভাষক (দর্শন) জনাব বিধান কুমার প্রামানিক (ইনডেক্স নং-৩০৯৮৯৬১) ও প্রভাষক , বিউটি প্রামানিক (ইনডেক্স নং-৫৬৭৯৭৪৩০) উপজেলা ঃ নিয়ামত পুর জেলা ঃ নওগাঁ । উক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার অনুলিপি ,জাতীয় পরিচয় পত্রের এবং নিয়োগ পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরী ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরনের জন্য তাদের কে নির্দেশক্রমে অনুরোধ করা হল । অধ্যক্ষ বালতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, উপজেলা, নিয়ামত পুর, জেলা ,নওগাঁ।
Comments
Post a Comment