Skip to main content

প্রেমে পড়েছেন পুজা চেরি !



এবারের বিশ্বকাপে ২য় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উটে গেছে আর্জেন্টিনা ।

গতকালের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো মেসিরা ।

খেলার  ৩৫ মিনিটের ভিতরে মেসির যাদুকরি পায়ের শটে  এক গোল দিয়ে সারা বিশ্বের ভক্তদের হতাশা দুর করেন । 

বিশ্বকাপের অংশগ্রহণকৃত খেলার চার ম্যাচের মধ্যে এটি তার ৩ নাম্বার গোল ।

গতকালের খেলায় শুধু গোল নয় পুরো সময় এক ছন্দময় খেলা উপহার দিয়েছেন তার ভক্তদের ।

  মেসির এই ছন্দময় খেলায় মুগ্ধ হয়ে মনের আবেগ ধরে না রাখতে পেরে পুজা চেরি সামাজিক যোগাযোগের মাধ্যমে  তা প্রকাশ- করেন। মেসি যখন তার পায়ের যাদুকরি শটে ১ম গোলটি দেন ,ঠিক তখন পুজা চেরি নিজের ফেইজবুক একাউন্টে লিখেন 'লাভ ইউ মেসি'  ।

পুজার এই দেয়া পোস্ট থেকে বুঝা যায় মেসির দেয়া গোল কত উপভোগ করেছেন ।

এর পর যখন ২য় গোল হয় তখন ও তিনি ফেইজবুকে পোস্ট করেন আরে গোল আরেকটা  সংগে লিখেন #গোল২' ।

এবারের কাতার বিশ্বকাপের সেই কাপটি মেসির হাতেই উঠবেই বলে আশা করেন তিনি ।

আর উপর ওয়ালার কাছে সেই প্রার্থনাই করেন তিনি । 

 

Comments

Popular posts from this blog

যে ভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের  মূল পর্বে সবার ৩টি করে ম্যাচ শেষ  হয়েছে ৩ ম্যাচ শেষে গ্রুপ এ ও বি থেকে কোন দলই পুরো ৬ পয়েন্ট পায়নি ।বেরসিক বৃষ্টিতে মোট ৫ পয়েন্ট পেয়েছে 'এ' গ্রুপের নিউজিল্যান্ড এবং বি গ্রুপের দক্ষিন আফ্রিকা  । এ দু দল ছাড়া প্রতিটি দলই হারের তেতো স্বাদ পেয়ে গেছে ।এর মধ্যে সেমি ফাইনালে যাওয়ার থিওরী বেশ জমে উঠেছে 'বি 'গ্রুপে ।যেখানে আছে বাংলাদশের নাম ।অন্য দলের মত তিন ম্যাচ খেলা বাংলাদেশের সামনে  ও সেমি ফাইনালে যাওয়ার সমান সুযোগ রয়েছ ।চলুন দেখে আসি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার থিওরী ......                              (থিওরী ১)ঃমূল পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪। এই মুহুর্তে এখন পর্যন্ত তিন নাম্বার টেবিলে আছে বাংলাদেশের দল।সূচি অনুযায়ী বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ দল ভারত ও পাকিস্তান । এই দুই প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে উঠবে বাংলাদেশ  ।                    (থিওরী ২)ঃবাংল...

NTRCA কতৃক জরুরী নোটিশ

 নিয়োগ পত্র ,যোগদান পত্র ,শিক্ষক নিবন্ধন সনদ,শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়ন পূর্বক NTRCA   কার্যালয়ে প্রেরন প্রসঙ্গে NTRCA  এর চেয়ারম্যান কর্তৃক জরুরী নোটিশ প্রকাশ করেছেন । উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ,তাঁর প্রতিষ্টানে কর্মরত প্রভাষক (দর্শন) জনাব বিধান কুমার প্রামানিক (ইনডেক্স নং-৩০৯৮৯৬১) ও প্রভাষক , বিউটি প্রামানিক (ইনডেক্স নং-৫৬৭৯৭৪৩০) উপজেলা ঃ নিয়ামত পুর জেলা ঃ নওগাঁ । উক্ত শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার অনুলিপি ,জাতীয় পরিচয় পত্রের এবং নিয়োগ পত্রের ফটোকপি সত্যায়ন পূর্বক জরুরী  ভিত্তিতে এনটিআরসিএ অফিসে প্রেরনের জন্য তাদের কে নির্দেশক্রমে অনুরোধ করা হল । অধ্যক্ষ বালতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, উপজেলা, নিয়ামত পুর, জেলা ,নওগাঁ।

অবশেষে সুখবর পাওয়া গেল খালাসী পদের নিয়োগ পরিক্ষার ।

 Bangladesh Railway exam date post of khalasi ( বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের নিয়োগ পরিক্ষার তারিখ ২০২২) বাংলাদেশ রেলওয়েতে খালাসী পদের নিয়োগ  পরিক্ষার বাছাই পর্বের তারিখ সময় ও এডমিট কার্ড  সংক্রান্ত বিজ্ঞপ্তী  প্রকাশিত হয়েছে । এ বিজ্ঞপ্তী অনুযায়ী এ নিয়োগের জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছ । বাংলাদেশ রেলওয়ে এ সকল পদে র তারিখ প্রকাশ করেছেন । # প্রাতিষ্টানিক নাম - বাংলাদেশ রেলওয়ে  #পদের নাম - খালাসী  #পদ সংখ্যা -১০৮৬ #চাকুরীর ধরণ-সরকারী  #লিখিত পরিক্ষার তারিখ -২৫ নভেম্বর ২০২২ ইং  #অফিসিয়াল ওয়েবসাইট ঃhttp://www.railway.gov.bd/ #নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত হয়েছিল -গত ০৬/১১/২০২১ ইং বাংলাদেশ রেলওয়ে   এর পরিক্ষা অনুষ্টিত হবে বিজ্ঞপ্তীতে  উল্লেখিত বিভিন্ন কেন্দ্র সমূহে । বিভিন্ন পদের এমসিকিউ পদের তারিখ ও সময় দেখুন । লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে - ২৫ নভেম্বর ২০২২ সকাল ১০ টা হইতে ১১ .৩০ পর্যন্ত। আসন অনুযায়ী প্রার্থীদের রোল নম্বর - see exam date  এডমিট কার্ড ডাউনলোড করা যাবে - ২২ নভেম্বর ২০২২ ইং  এডমিট কার্ড ডাউনলোড লিংক - www.br.teletal...